
সিলেট প্রতিনিধি //
সিলেটের দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিহত খসরু মিয়ার স্ত্রী নিজে বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
নিহত ব্যক্তি হলেন, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে মোঃ খসরু মিয়া (৩০)। তবে এই রির্পোট লেখা পর্যন্ত কোন আসামীকে আটক করতে পারেনি পুলিশ।
জানা গেছে, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই মো. কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় খসরু মিয়াকে আঘাত করলে তিনি মাথায় মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে তিনি মারা যান।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তারা যৌথ পরিবারে বসবাস করে আসছিলেন। ছোট ভাই ঢাকায় চাকুরী করে, বাড়িতে এসে ঘর তুলতে গিয়ে জায়গা জমি ভাগ-বাটোয়ারা করার ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটি ঘটে। তিনি বলেন, নিহত খসরু মিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই মো. কালাম ও তার স্ত্রীকে। তবে আসামীদের আটকে অভিযান চলছে।
নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।