
মৌলভীবাজার, স্টাফ রির্পোটার //
মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।
জেলা পুলিশ সুপার বলেন “একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।
খেলায় সিলেট রেঞ্জের ৪টি জেলার ৪টি দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
কাবাডি প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
মতামত জানান।