• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা সফর, ১৪৪৭ হিজরি

ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন: আনোয়ারুল

admin
প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ২২:৪৬:১৬
ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন: আনোয়ারুল

মুন্সিগঞ্জ প্রতিনিধি //


নির্বাচন কমিশন ডিসেম্বরের সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমের অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন কমিশনার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, মাননীয় প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর দেওয়া এক বক্তৃতায় বলেন যে, জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সেই অনুযায়ী, নির্বাচন কমিশন ডিসেম্বরকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করছে।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আসন্ন ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।”

মতামত জানান।