• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে জাতীয় ভোটার দিবস পালিত

admin
প্রকাশিত ০২ মার্চ, রবিবার, ২০২৫ ২০:৪৩:১৫
শ্রীমঙ্গলে জাতীয় ভোটার দিবস পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও র‌্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

রোবববার (২ মার্চ) শ্রীমঙ্গল নির্বাচন কার্যালয়ের আয়োজনে ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

উপজেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী নির্বাচন অফিসার মো. কুতুব উদ্দিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, গ্রান্ডসুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর ব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মো. মোজাম্মেল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতামত জানান।