• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীর অবৈধ ফুটপাত হকার উচ্ছেদ অভিযানে নামল সিসিক

admin
প্রকাশিত ১২ মার্চ, বুধবার, ২০২৫ ১৬:২১:২৮
সিলেট নগরীর অবৈধ ফুটপাত হকার উচ্ছেদ অভিযানে নামল সিসিক

সিলেট প্রতিনিধি //


সিলেট নগরীতে অবৈধভাবে দখলকৃত ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

আজ বুধবার দুপুরে মহানগরীর বন্দরবাজার সুরমা মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে নগরীর ক্বিনব্রিজ, বন্দরবাজার হয়ে জিন্দাবাজার ঘুরে নগর ভবনের সামনে এসে শেষ হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।

এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকানের মালামাল জব্দ করা হয়।

মতামত ব্যক্ত করুন।