প্রতীকী ছবি।
স্টাফ রির্পোটার, সুনামগঞ্জ //
সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কাইয়ারগাঁও এলাকায় সিগারেট না পেয়ে বাঁশ দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে ওই এলাকায় রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে।
নিহত যুবক হলেন-একই গ্রামের ধন মিয়ার ছেলে কুরবার আলী (২৭)। এ ঘটনায় অভিযুক্ত পন্ডিত মিয়ার ছেলে আবেদিন (২২)’কে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কুরবার আলী নদীর পাড়ে বসে সময় ব্যায় করছিলেন। এসময় আবেদিন তার কাছে সিগারেট চাইলে তিনি সিগারেট দিতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায় তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হলে আবেদিন বাঁশ দিয়ে পিটিয়ে কুরবার আলীকে হত্যা করে চলে যান। পরবর্তীতে স্থানীয়রা কুরবার আলীর মরদেহ পড়ে থাকতে দেখে নিহতের চাচাতো ভাই মোহাম্মদ হোসাইনকে জানালে তারা ঘটনাস্থলে এসে দেখেন সে মারা গেছে। অপরদিকে খুনি আবেদিন তার তিন ভাই আশিক, আলাদিন ও আকিবলকে সঙ্গে নিয়ে মোহাম্মদ হোসাইনের বাড়িতে এসে হুমকি দেয়। তখন স্থানীয় গ্রামবাসী তাদের আটকে রেখে পুলিশকে খবর দিলে সুনামগঞ্জ সদর থানা পুলিশ সরেজমিনে পৌছে তাদের থানায় নিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল আহাদ। তিনি বলেন, সূরতহাল রির্পোট তৈরীর পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।