
আন্তর্জাতিক ডেস্ক //
সোমালিয়ার বিমান বাহিনী দেশটির জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার (এনআইএসএ) সঙ্গে সমন্বিতভাবে দেশটির লোয়ার শাবেলে অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের অন্তত ৮২ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার ইরানী বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এনআইএসএ জানিয়েছে, লোয়ার শাবেলের সাবিদ ও কানোল এলাকায় মোট ৬টি বিমান হামলা চালানো হয়। এতে সেখানে ১৯ জন আল-শাবাব সদস্য গুরুতর আহত হয়।
সোমালী সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘খাওয়ারিজ নামে পরিচিত একটি গোষ্ঠী সাবিদ ও কানোল এলাকায় নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছিল। জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (এনআইএসএ) এমন তথ্য পাওয়ার পরই সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদের নিষ্ক্রিয় করার এই অভিযান চালায়’।
উল্লেখ্য, সোমালী সরকার আল-শাবাবকে ‘খাওয়ারিজ’ নামে অভিহিত করে।
দেশটির গোয়েন্দা সংস্থা নাগরিকদের সতর্ক করে বলেছে, ‘খাওয়ারিজদের ঘাঁটি থেকে দূরে থাকুন। কারণ এগুলোই জাতীয় সেনাবাহিনীর মূল লক্ষ্য’।
এর আগে আল-শাবাব বৃহস্পতিবার ভোরে সোমালি সেনাদের ওপর হামলা চালায়। হামলাটি সাবিদ গ্রামে সংঘটিত হয়, যা কৌশলগত কৃষি শহর আফগয়ের শহরতলিতে অবস্থিত। এরপরই যৌথ অভিযানটি পরিচালিত হয়।
আফগয়ে শহরটি রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
মতামত ব্যক্ত করুন।