• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জকিগঞ্জে ইতিকাফরত এক বিদ্যালয় শিক্ষকের আকস্মিক মৃত্যু

admin
প্রকাশিত ২৪ মার্চ, সোমবার, ২০২৫ ০০:৫২:৩৮
জকিগঞ্জে ইতিকাফরত এক বিদ্যালয় শিক্ষকের আকস্মিক মৃত্যু

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি //


সিলেটের জকিগঞ্জে ইতিকাফরত এক বিদ্যালয় শিক্ষকের আকস্মিক মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে গেচুয়া বড় মহল্লা মসজিদে ঐ শিক্ষকের মৃত্যু হয়।

মৃত শিক্ষক হলেন- জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেচুয়া বড় মহল্লাহ বাসিন্দা ও গনিপুর-কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জুনেদ আহমদ। তার মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত ২০ রমজান থেকে মসজিদে ১০ দিনের জন্য ইতিকাফ শুরু করেছিলেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন মৃত বিদ্যালয় শিক্ষকের নিকটাত্মীয় আব্দুল্লাহ আল মামুন সামন।

মতামত ব্যক্ত করুন।