• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গণহত্যা দিবসে বীর শহিদদের প্রতি মৌলভীবাজার পুলিশের শ্রদ্ধাঞ্জলি

admin
প্রকাশিত ২৫ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ২২:৪৪:৩৪
গণহত্যা দিবসে বীর শহিদদের প্রতি মৌলভীবাজার পুলিশের শ্রদ্ধাঞ্জলি

মৌলভীবাজার, স্টাফ রির্পোটার //


২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) জেলা পুলিশ সুপার এম,কে এইচ জাহাঙ্গীরের নেতৃত্বে শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহাবুবুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মতামত ব্যক্ত করুন।