• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

হাসিনার মনের মধ্যে এখনো খুন, গুম ও প্রতিহিংসা বিরাজমান: রিজভী

admin
প্রকাশিত ২৫ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ২৩:২৫:২৬
হাসিনার মনের মধ্যে এখনো খুন, গুম ও প্রতিহিংসা বিরাজমান: রিজভী

রংপুর প্রতিনিধি //


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার মনের মধ্যে এখনো খুন, গুম এবং প্রতিহিংসার ভাব বিরাজমান। রক্ত তৃষ্ণা এখনো তার শেষ হয়নি। শিশু-কিশোরসহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী ছাত্র-জনতা এবং মেহনতি মানুষের রক্ত পান করে তিনি এখন দেশ ছেড়ে পালিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের রংপুর মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে এ আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার আব্দুস সালাম।

মেডিকেল ইউনিট সভাপতি ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এ সময় রিজভী বলেন, আওয়ামী লীগের ক্ষমতা আঁকড়ে রাখার কারণ ছিল সেটা হলো টাকা ইনকাম। ফ্লাইওভারের টাকা, পদ্মা সেতুর টাকা এ ধনের বড় বড় মেগা প্রকল্পের টাকা লুট করে আওয়ামী লীগ কানাডা মালয়েশিয়া অস্ট্রেলিয়াসহ সারা বিশ্বের সম্পদের পাহাড় গড়েছে। এর একমাত্র উদ্দেশ্য হলো তাদের সন্তান-সন্ততি আত্মীয়স্বজনরা যেন কেয়ামতের আগপর্যন্ত ঝাড়বাতির আলোর তলায় থাকতে পারে।

রিজভি আরও বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার সব দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তিনি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

চিকিৎসক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

মতামত ব্যক্ত করুন।