• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে দুই আওয়ামী লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর

admin
প্রকাশিত ০৩ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ ০০:০৬:১৮
সিলেটে দুই আওয়ামী লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর

সিলেট প্রতিনিধি //


সিলেটের দুই আওয়ামী লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর হয়েছে। এরমধ্যে একজন সাবেক মেয়র ও অপরজন সাবেক এমপি।

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এর আগে সকালে নগরীতে আকস্মিক ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট নগরীর পাঠানটুলা ও হাউজিং এস্টেট এলাকায় পৃথক এ দুটি হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার দুটি বাসার মধ্যে একটি সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অপরটি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের।

স্থানীয়রা জানান, নগরীর হাউজিং এস্টেট এলাকার শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে ঢুকে পড়ে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসার আসবাবপত্র ভাঙচুর করে। তবে পৃথক দুটি হামলার ঘটনায় কেউ আহত হয়নি।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এ হামলা চালিয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই পরিস্থিতিতে নিষিদ্ধদের আকস্মিক উসকানি লক্ষ্য। তবে তাই বলে আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া বিএনপি সমর্থন করে না। আইনশৃঙ্খলাবাহিনীকে আরও কঠোর ও শক্তিশালী অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

মতামত ব্যক্ত করুন।