• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমায় টিলা ধসে এক শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত ০৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২৩:২০:২৮
দক্ষিণ সুরমায় টিলা ধসে এক শ্রমিকের মৃত্যু

দক্ষিণ সুরমা (সিলেট) প্রতিনিধি //


সিলেটের দক্ষিণ সুরমায় টিলা ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক হলেন- সিলাম ইউনিয়নের রুস্তমপুর টিলাপাড়ার রজব আলীর ছেলে সুমন আহমদ (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মোহাম্মদপুর পশ্চিম পাড়ায় টিলার মাটি কেটে গাড়িতে তোলার সময় পার্শবর্তী একটি টিলা ধসে পড়লে মাটিচাপা পড়েন সুমন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতামত ব্যক্ত করুন।