• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে এস্কাফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৯ এপ্রিল, শনিবার, ২০২৫ ০৪:৫৪:৫৪
শ্রীমঙ্গলে এস্কাফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায় উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামে। এসময় আব্দুর রহমানের ছেলে মাদক কারবারি রিপন মিয়া (২৯)’কে আটক করা হয়।

অভিযানকালে রিপন মিয়ার ঘর তল্লাশী করে ভারতীয় আমদানী নিষিদ্ধকৃত ৪৫ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধ পথে আসা এস্কাফ সিরাপ একটি মাদক। এটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করছে মাদক সেবীরা। গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।