• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে কিডস ইংলিশ জোনের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

admin
প্রকাশিত ২০ এপ্রিল, রবিবার, ২০২৫ ০১:৫৩:৩২
শ্রীমঙ্গলে কিডস ইংলিশ জোনের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিডস ইংলিশ জোনের শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে কিডস ইংলিশ জোনের পরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো: ইনাম উল্লা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক রাফী আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দিপালোক রায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো: ময়ীনুল ইসলাম জাকির, শাহ মোস্তফা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আফজাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলিপ বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চক্রবর্তী, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব, মৌলভীবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবু সামাদ, ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চৌধুরী এবং দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম।

সিন্দুরখাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, কিডস ইংলিশ জোনের শিক্ষার্থী আনিসা আনোয়ার, স্নেহামনি দেবনাথ, সৃজিতা চক্রবর্তী কথা, ফাতিমা বিনতে ইনাম এবং নিলয় আচার্য। তাদের প্রাণবন্ত বক্তব্যে অনুষ্ঠানে এক বিশেষ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। পরিচালক মো: ইনাম উল্লা খান বলেন,“শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা একটি মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে চাই। কিডস ইংলিশ জোন সেই স্বপ্ন পূরণের একটি ক্ষুদ্র প্রয়াস।” স্থানীয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে মো: ইনাম উল্লা খানের অবদান অনস্বীকার্য, যা এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আরও একবার সুস্পষ্টভাবে প্রতিফলিত হলো।

মতামত ব্যক্ত করুন।