• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মিরাপাড়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত ২০ এপ্রিল, রবিবার, ২০২৫ ০৪:৩৪:১৩
মিরাপাড়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি //


সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা এলাকার মিরাপাড়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) মিরাপাড়া এলাকায় একটি গাছে ঝুলছিল ঐ যুবকের লাশ। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সরেজমিনে পৌছে রাত আটটার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত যুবক হলেন- মিরাপাড়া এলাকার আবুল বাশারের ছেলে মোঃ হাকিম মিয়া। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা সে আত্মহত্যা করেছে।

এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন, শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর কারন জানা যাবে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মতামত ব্যক্ত করুন।