• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

admin
প্রকাশিত ২২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ১৯:০১:১১
মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি //


মৌলভীবজারে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় নিহতের বাবা তাজ উদ্দিন (৬০) ও ভাই তানভীর (১৫) এবং ইমাদ (২১) আহত হয়েছেন।

গতকাল সোমবার দুপুরে মৌরভীবাজার জেলার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ও হাসপাতাল সুত্র জানায়, মিলাদ (২৮) তার বাবা ও ভাইদের সাথে বাড়ির পাশে বোরো ধান কাটছিল এসময় বজ্রপাতে তারা ৪জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষক মিলাদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি রাখেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সলুজ্জামান।

মতামত ব্যক্ত করুন।