
ফাইল ছবি।
মর্নিংসান অনলাইন ডেস্ক //
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি সে দেশের অভ্যন্তরীণ বিষয়, যা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরো দৃঢ় ও স্থিতিশীল করতে ভারত আন্তরিকভাবে আগ্রহী। তিনি জানিয়েছেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য, এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় মেয়াদের ১০০ দিন পূর্তিতে এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে জয়শঙ্কর এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলো পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা আমরা আরো শক্তিশালী করতে চাই।’
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের ঘটনাবলি একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়, এবং এ নিয়ে ভারত কোনো মন্তব্য করা সমীচীন মনে করে না। আমরা সব সময় বাংলাদেশের বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছি এবং তা অব্যাহত থাকবে।’ তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশ তাদের নিজস্ব পরিস্থিতি বুঝে নিয়েছে এবং সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা খুবই স্বাভাবিক, যা আমাদের সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাবে।’
জয়শঙ্কর আরো জানান, বাংলাদেশের মতো অন্যান্য প্রতিবেশী দেশেও রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তবে তা সমাধান হয়েছে। ভারতের লক্ষ্য সবসময়ই সম্পর্ককে স্থিতিশীল রাখা। দুই দেশের মধ্যে বর্তমানে চমৎকার বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা রয়েছে, এবং এই সহযোগিতা অব্যাহত রাখাই ভারতের অগ্রাধিকার।
তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো অবস্থায় আছে—ব্যবসা-বাণিজ্য, মানবসম্পদ উন্নয়ন এবং যোগাযোগের ক্ষেত্রে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী।’