• ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর

admin
প্রকাশিত ১০ মে, শনিবার, ২০২৫ ২২:৩৩:০১
জৈন্তাপুরে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর

ছবি-সংগৃহীত।
বিশেষ প্রতিবেদক //


সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং- ফতেপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী ও থানা যুবলীগ নেতা তোফায়েল আহমেদের বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে (৭ মে) সকাল আনুমানিক ১১ টার দিকে প্রবাসী তোফায়েল আহমেদের পশ্চিম বালিপাড়া গ্রামের বসত বাড়িতে। মুখোশধারী দুর্বৃত্ত সন্ত্রাসী হামলাকারীদের শনাক্ত করতে ব্যর্থ হোন তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা তোফায়েল আহমেদ যুক্তরাজ্যে আওয়ামী দলীয় রাজনৈতীক বিভিন্ন সভা সমাবেশে অংশ গ্রহণ করেন। এর জের মেটাতে ৭ মে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী তার পিত্রালয়ে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে । এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। দুর্বৃত্তরা যাওয়ার সময় তার পিতা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী শামসুদ্দীনকে হুমকি প্রদর্শন করে ও বলে যায় রাজনৈতীক দলীয় কোন সভা সমাবেশে যেনো তোফায়েল অংশগ্রহণ না করে। এমতাবস্থায় তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীণতায় ভুগছেন।

এবিষয়ে ভুক্ত ভোগী শামসুদ্দীনের সহীত মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ছেলে একজন যুক্তরাজ্যে প্রবাসী। সে যুক্তরাজ্যে আওয়ামী দলীয় বিভিন্ন সভা সমাবেশে অংশ গ্রহণ করেছে। এছাড়া ঐ সভা সমাবেশের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে প্রচার করেছে। এর জের মেঠাতে কথিত ৮/১০ জন দৃর্বৃত্ত সন্ত্রাসী বসত বাড়িতে হামলা চালিয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান।

এ ব্যাপারে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের সরকারি মুঠোফোনে যোগাযোগ করলে তার মুঠোফোন রিসিভ না হওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

মতামত ব্যক্ত করুন।