• ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

শাহজাহান জাগপা’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হওয়ায় সিলেট মহানগর নেতৃবৃন্দের অভিনন্দন

admin
প্রকাশিত ১০ মে, শনিবার, ২০২৫ ২৩:৪৫:৩৮
শাহজাহান জাগপা’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হওয়ায় সিলেট মহানগর নেতৃবৃন্দের অভিনন্দন

স্টাফ রির্পোটার //


জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগর সাধারণ সম্পাদক ও মহানগর হকার্স ঐক্য পরিষদের সহ সভাপতি মো. শাহজাহান আহমদকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জাগপার নেতৃবৃন্দ। পাশাপাশি নেতৃবৃন্দ জাগপা সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এবং সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শনিবার (১০ মে) সিলেট মহানগর জাগপার সহসভাপতি আমিনুর রহমান লিটন, মো. পিয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমেদ মাহি, সাংগঠনিক সম্পাদক প্রবাসী হাবিবুর রহমান হাবিব, মহানগর জাগপা নেতা নুরুল ইসলাম ও শহিদুজ্জামান আলো এক বিবৃতিতে বলেন, ১৯৮০ সালে মজলুম জননেতা মরহুম শফিউল আলম প্রধান এর হাতে গড়া জাগপা আগামীতে আরো সুসংগঠিত ও শক্তিশালী হয়ে গনতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকারের আওয়াজ তুলে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে বলে আমরা আশা করি।

দলীয় মুখপাত্র রাশেদ প্রধান স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি সৎ, নির্ভীক ও আদর্শবান ব্যক্তি মো. শাহজাহান আহমদকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেয়ায় সিলেটের সকল স্তরের নেতাকর্মীরা আনন্দিত ও উচ্ছ্বসিত। মো. শাহজাহান আহমদ এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবেন বলে আমরা আশাবাদী।

প্রেস বিজ্ঞপ্তি।

মতামত ব্যক্ত করুন।