• ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নারীদের অগ্রগতির জন্য কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া: আব্দুল মুক্তাদির

admin
প্রকাশিত ১৩ মে, মঙ্গলবার, ২০২৫ ০০:৩৮:৪৩
নারীদের অগ্রগতির জন্য কাজ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া: আব্দুল মুক্তাদির

স্টাফ রির্পোটার, সিলেট //


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘দেশের নারীদের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করেছেন বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু, নূন্যতম মাধ্যমিক শিক্ষা গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উপবৃত্তি প্রদান, প্রাথমিক শিক্ষায় নিম্নবিত্ত পরিবারের মেয়েদের আগ্রহ তৈরিতে ‘খাদ্যর বিনিময়ে শিক্ষা’ চালু, ধর্ষণ ও এসিড সন্ত্রাস দমন আইন প্রনয়ণ, যৌতুক বিরোধী আইন প্রনয়ণ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠনের মাধ্যমে নারী শিক্ষায় সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের নিয়োগে কোঠা আরোপের মাধ্যমে মেয়েদের সংখ্যা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতনের বিচারের ক্ষেত্রে স্পেশাল ট্রাইবুনাল গঠন করা এবং দ্রুততম বিচারের জন্য তদন্তের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, মহিলাদের অধিকার রক্ষা, কর্মক্ষমতাকে পূর্ণ মর্যাদায় কাজে লাগানোর লক্ষ্য ন্যাশনাল ফর উইমেন গঠন, আইনশৃঙ্খলা রক্ষায় মেয়েদের শক্তিকে কাজে লাগানোর জন্য জিয়াউর রহমানের গৃহীত পদক্ষেপ পুলিশ বিভাগে মেয়েদের অন্তভুর্ক্তি পুনরায় চালু, তৃনমূল পর্যায়ের বস্তি এলাকা, দুস্থ নারী এবং গ্রামীণ মেয়েদের ক্ষেত্রে নিজস্ব তহবিল গঠনের মাধ্যমে সল্পকালীন ঋণ পদ্ধতি চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

তিনি সোমবার (১২ মে) সিলেট নগরীর উপশহর তেররতন এলাকায় বসবাসরত দেশের বিভিন্ন জেলার শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসের চৌধুরী।

এসময় এলাকার বিশিষ্ট মুরব্বী রতন ভুইয়ার সভাপতিত্বে ও মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলম আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ-সভাপতি ডা. আশরাফ আলী, আব্দুর রহিম মল্লিক, ২৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বজলুল হোসেন, ২২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জমজন বাদশা, ২৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, মহানগর বিএনপির সদস্য জাকির হোসেন, ২৪নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি পারভেজ ডুমাই আহমদ, সহ সভাপতি আব্দুল কাদের মালেক, যুগ্ম সাধারন সম্পাদক এনাম আহমদ, কয়েস আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মুহিন আহমদ, দপ্তর সম্পাদক গফ্ফার আহমদ, বিএনপি নেতা মুকিত আহমদ, মাহবুব আহমদ, মিতুল আহমদ, দিলওয়ার আহমদ, শাকিল, নোমান, আরিফ, মুক্তা, খলিল, আহসান, আবুল হাসান নাঈম প্রমুখ।

মতামত ব্যক্ত করুন।