
মৌলভীবাজার প্রতিনিধি //
বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আগামীর বাংলাদেশ সুন্দর ভাবে গড়ে তোলার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ৬ বছর ধরে আপনারা কাজ করে আসছেন। আগামীর বাংলাদেশ হবে সুখি, সমৃদ্ধ এবং সার্বভৈৗম একটি বাংলাদেশ। যেখানে সুশাসন, মানাধিকার, আইনের শাসন, জনগণের অধিকার এবং সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে আগামীর বাংলাদেশে। সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।
বুধবার (১৪ মে) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিশেষ সভায় এসব কথা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেট এম জাহিদ হোসেন।
তিনি আরও বলেন, দেশে আজ অনেকে সংস্কারের কথা বলছেন, কিন্তু সংস্কারের দলই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যার যাত্রাই শুরু হয়েছে সংস্কার দিয়েই। তিনি বলেন, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এদেশে প্রথম দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দেশে অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক সৃঙ্খলা এবং সংস্কার শুরু করেছিলেন।
জনগণের অধিকার আদায়ের তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার প্রেসিডেন্টশিয়াল পদ্ধতি থেকে পারলামেন্টে ফর মোর গভর্নমেন্ট এটি অত্যান্ত বড় সংস্কার ছিল। আজকে মহিলাদের শিক্ষা বলেন, মহিলাদের ক্ষমতায়ন বলেন প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান রয়েছে। তিনি বলেন সংস্কার বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচির একটি অংশ। তাই যত দ্রুততার সংঙ্গে জনগণের অধিকার ভোটাধিকার প্রয়োগে অন্তর্বর্তিকালীন সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপের প্রকাশের দাবি জানান।
মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান।
সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এসময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতামত ব্যক্ত করুন।