• ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন

admin
প্রকাশিত ১৪ মে, বুধবার, ২০২৫ ২৩:০১:৩২
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন

বিশেষ প্রতিবেদক //


ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের অপারেশন হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ সময় বিকাল ৩টায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আর বলেন, উনার (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা ভালো আছে। এখন উনাকে কেবিনে দেওয়া হয়েছে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।

মতামত ব্যক্ত করুন।