• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

admin
প্রকাশিত ২৬ মে, সোমবার, ২০২৫ ০০:২৭:৫০
শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি //


সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ফৌজিয়া বেগম (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ মে) সকালে ডুংরিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ডুংরিয়া গ্রামের ফয়েজ আহমেদর স্ত্রী৷

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ৭ টার দিকে পরিবারের সকলের অগোচরে গৃহবধূ ফৌজিয়া বেগম বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর থানার পিএসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামত ব্যক্ত করুন।