• ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ১৫:২৭:৫১
আফগানিস্তানকে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক //


৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলকে উদ্ধার করলেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। মাত্র ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১০৯ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনই খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস।

১২তম ওভারে প্রথম উইকেট পড়ার পর মাত্র ৯ রানের মধ্যে আরও ৫ উইকেট হারায় তারা। এরপর সোহান ১৩ বলে ২৩ ও রিশাদ ৯ বলে ১৪ রানে অপরাজিত ইনিংস খেলেন।

৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট নেন রশিদ খান। এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে ১৫১ রান সংগ্রহ করে আফগানিস্তান।

মতামত জানান।