• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ধানের শীষ প্রার্থী মুক্তাদির

admin
প্রকাশিত ২৩ জানুয়ারি, শুক্রবার, ২০২৬ ১৭:২৩:৪৬
গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ধানের শীষ প্রার্থী মুক্তাদির

দ্য ডেইলিমর্নিংসান অনলাইন//

সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আজ শুক্রবার (২৩ জানুয়ারি) নগরীর শাহজালাল উপশহরের ই ব্লক বায়তুন নাজাত জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। পরে উপস্থিত সর্বস্থরের জনসাধারণকে সাথে নিয়ে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

এসময় খন্দকার মুক্তাদির বলেন, একটি সর্বাঙ্গীণ উন্নত সিলেট প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সিলেটকে আমরা সাধারণ মানুষের বসবাসের উপযোগী একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি সিলেট সদর উপজেলাকে বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে চাই। নগরীর জলাবদ্ধতা নিরসন, সবধরনের সন্ত্রাস, মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সহ সাধারণ মানুষের বসবাসের উপযোগী সিলেট-১ আসন উপহার দেয়াই আমার আগামী দিনের কার্যক্রমের মূল লক্ষ্য।
খন্দকার মুক্তাদির আরো বলেন, সারাদেশের মানুষ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বের প্রত্যাশায় অধীর আগ্রহ অপেক্ষা করছে। ইনশা আল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্যে দিয়ে দেশে একটি কল্যাণমূখী সরকার প্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রবীন মুরব্বি আব্দুস সালাম, মসজিদের মোতায়াল্লি বদরুল আমিন হারুন, এডভোকেট বদরুল ইসলাম, প্রবীন মুরব্বি ফাত্তাহ বকসি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, বিএনপি নেতা আব্দুল মালেক, সুমেল আহমদ প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

নিয়মিত সংবাদের সঙ্গে যুক্ত থাকুন।