• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীলরাই ‘হ্যাঁ’ ভোট দেবেন: আদিলুর রহমান খান

admin
প্রকাশিত ২৪ জানুয়ারি, শনিবার, ২০২৬ ২০:১৪:২৬
শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীলরাই ‘হ্যাঁ’ ভোট দেবেন: আদিলুর রহমান খান

বগুড়া প্রতিনিধি //

স্থানীয় সরকার, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন ও প্রচারণা চালাবেন। আর যারা ফ্যাসিবাদকে পছন্দ করবেন তারা ‘না’ ভোট দেবেন।

বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ ও বিদেহী আত্মার মাগফিরাতে দোয়া করা হয়। বেলা ১১টার দিকে দোয়া শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

এরআগে উপদেষ্টা শহরে জুলাই শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ও কবরে শ্রদ্ধা জানিয়ে দোয়া কামনা করেন। সকাল ১০টার দিকে শহরের সাতমাথায় অবস্থিত ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াজেদ প্রমুখ।

নিয়মিত সংবাদের সাথে যুক্ত থাকুন।