• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মামার কাছে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফেরলো ভাগ্নে

admin
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ২০:৩৬:১৫
মামার কাছে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফেরলো ভাগ্নে

সিলেট প্রতিনিধি //


বায়না ধরেছিল নানীর সাথে মাছ ধরতে যাবে মামার কাছে। কিন্তু পানিতে তলিয়ে গিয়ে লাশ হয়ে ফিরবে তা কখনো সে কল্পনা করেনি। এমনি হ্নদয় বিধারক ঘটনা ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর হাওড় (বিল) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জের বাবা হারা শিশু তাহমিদ হোসেন (১০) মায়ের দ্বিতীয় বিয়ে ভারতের কলকাতায় হওয়ার পর সে তার মামার বাড়ি দক্ষিণ সুরমা রশিদপুর এলাকার নাজিরবাজারের মধ্যবর্তী কুতুবপুরে পাড়ি জমায়। সেখানে একটি বাসায় মামা ও নানীর সঙ্গে অতি আনন্দের সহীত বসবাস করে আসছিলো। সে স্থানীয় এলাকার একটি মাদরাসায় চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে তাহমিদের মামা বাড়ির পার্শ্ববর্তী রশিদপুর এলাকার একটি বিলে মাছ ধরতে যান। পরে তাহমিদ নানীর সঙ্গে বায়না ধরে সেও তার মামার কাছে মাছ ধরতে যাবে। একপর্যায় মামার কাছে রওয়ানা হলে পথিমধ্যে বিলের পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। অবশেষে বিকালে ও সন্ধ্যায় তাকে অনেক খোঁজাখুজি করে আর পাওয়া যায়নি। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বিলে তাহমিদের লাশ পানির উপরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ সরেজমিন পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।

এবিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন বলেন, শিশুর মায়ের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি আসবেন, আসলে ময়নাতদন্ত করা হবে কি না পরে এব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।