ছবি-সংগৃহীত।
মর্নিংসান অনলাইন //
অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পানির ঢলে বাংলাদেশে সৃষ্টি হওয়া বন্যায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ নিয়ে বন্যা আক্রান্ত ১১ জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়ালো।
অন্যদিকে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়েছে।
বুধবার দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা।
তিনি জানান, বন্যায় বুধবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে কুমিল্লায়। জেলাটিতে সবমিলিয়ে মারা গেছেন ১২ জন।
এছাড়া চট্টগ্রামে পাঁচজন, নোয়াখালীতে ছয়জন, কক্সবাজারে তিনজন, ফেনীতে দুইজন, খাগড়াছড়িতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং লক্ষ্মীপুরে একজন জন মারা গেছেন।
এর বাইরে, মৌলভীবাজারে দু’জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন আলী রেজা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় এখনো ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি পরিবার পানিবন্দী আছে। মঙ্গলবার এই সংখ্যা ছিলো ১২ লাখ সাত হাজার ৪২৯টি।
এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন, যা মঙ্গলবারে ছিলো ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন।
ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চার হাজার আশ্রয়কেন্দ্রে পাঁচ লাখ ৪০ হাজার পাঁচশ জন আশ্রয় নিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া প্রায় ৪০ হাজার গবাদিপশুকেও আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।