স্টাফ রির্পোটার, হবিগঞ্জ //
হবিগঞ্জ শহরে বৃন্দাবন কলেজের সহকারি অধ্যাপকের বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় শহরে আতংক বিরাজ করছে। দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত মালামাল কিংবা চোরকে সনাক্ত করতে পারেনি পুলিশ। এ নিয়ে বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ জামাল হোসেন শংকিত অবস্থায় রয়েছেন। তিনি হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি।
জানা যায়, গত ১ আগষ্ট শহরের রাজনগর এতিমখানা সড়কের ভাড়াটিয়া বাসা তালাবদ্ধ করে বাড়ি যান। ৩ আগষ্ট বাসায় এসে দেখেন তার ঘরে তালাভাঙ্গা, এলোমেলো। এ সময় ড্রয়ার থেকে ৫ ভরি স্বর্ণালংকার যার মূল্য ৬লাখ টাকা চোরের দল নিয়ে যায়। ওই দিনই তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু আজও মালামাল উদ্ধার হয়নি। এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।