• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

সিলেটে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো আলাল’কে স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অনুদান প্রদান

admin
প্রকাশিত ২২ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪ ০১:৫১:১৮
সিলেটে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো আলাল’কে স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অনুদান প্রদান

জামাল আহমদ, স্টাফ রির্পোটার, সিলেট //

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা গণআন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো আলাল আহমদকে স্পেন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া, সদস্য সচীব এ.আর. লিটু এবং যুগ্ন আহবায়ক রেদোয়ান হোসেন গুলিবিদ্ধ আলালের উন্নত চিকিৎসার জন্য এই আর্থিক অনুদান প্রদান করেন।

আলাল আহমদ সিলেট মহানগরীর ১৬ নং- ওয়ার্ড যুবদলের সদস্য সচীব ও চারাদিঘীর পাড় এলাকার আল-আমীন ৬৪ নং-বাসার সত্ত্বাধিকারী মৃত:হাবীব উল্লাহর ছেলে।

উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সাবেক ছাত্রদল নেতা হোসেন আহমদ সুমনের সহযোগীতায় স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের পক্ষ থেকে আর্থিক অনুদান চেক প্রদান করেন সাবেক ছাত্রদলের সিনিয়র সদস্য ও বর্তমান যুবদলের নবগঠিত সিলেট জেলা কমিটির সহ-সভাপতি মির্জা জায়েদ এবং সাবেক ছাত্রদল নেতা ২২ নং- ওয়ার্ড সভাপতি ও শাহজালাল যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন ইমন।

উল্লেখ্য যে, বিগত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গুরুতর আহত হন আলাল। তিনি সিলেট মহানগরীর বন্দর বাজার, নয়াসড়ক ও চৌহাট্রা পয়েন্ট এলাকায় মিছিল-সমাবেশের সম্মূখভাগে থেকে নেতৃত্ব দেন। চোখ হারানোর পাশাপাশি তিনি গুরুতর আহত হন।