
ফাইল ছবি।
স্টাফ রির্পোটার, সিলেট //
সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের বিভিন্ন বিভাগের ৮ জন সার্জন ও ডাক্তারকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এরমধ্যে পাঁচজনকে অন্য হাসপাতালে ও তিনজনকে ওসমানীতেই রাখা হয়েছে।
বদলিকৃতরা হলেন- হাসপাতালের রেজিষ্ট্রার ডা. প্রশান্ত সরকার ও ডা. নুরুল ইসলামকে সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালে, ভারপ্রাপ্ত আবাসিক সার্জন (জেনারেল) ডা. মো. আদনান চৌধুরীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, সার্জারী বিভাগের রেজিষ্ট্রার ডা. প্রসেন কৈরিকে একই হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন (জেনারেল), আবাসিক সার্জন (অর্থোপডিক ও ট্রমাটোলজি) ডা. ফয়সল আহমদ মুহিনকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, অর্থোপডিক ও ট্রমাটোলজি বিভাগের রেজিষ্ট্রার ডা. মো. তওফিক আলম সিদ্দীকিকে ভারপ্রাপ্ত আবাসিক সার্জন (জেনারেল), ভারপ্রাপ্ত আবাসিক সার্জন (গাইনী ইউনিট-৩ এ কর্মরত) ডা. রুলি বেগমকে সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালে ও ইনডোর মেডিকেল অফিসার ডা. মানস কান্তি সিংহকে হাসপাতালের ভারপ্রাপ্ত ইমার্জেন্সী অফিসার করা হয়েছে।