• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চিন্ময় আটক, শাহবাগ ও চট্রগ্রাম মহানগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

admin
প্রকাশিত ২৬ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৭:০৭:০৮
চিন্ময় আটক, শাহবাগ ও চট্রগ্রাম মহানগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশেষ প্রতিবেদক //


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।

মঙ্গলবার বিজিবির বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করে।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

সোমবার চিন্ময়কে আটকের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের জামালখানের চেরাগী মোড় বিক্ষোভ মিছিল করেছেন শত শত সনাতনীরা।

অন্যদিকে একই দাবি শাহবাগেও বিক্ষোভ হয়। বিক্ষোভের এক পর্যায়ে এতে হামলার অভিযোগ করেন সনাতনীরা।