• ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন

admin
প্রকাশিত ০৮ জানুয়ারি, বুধবার, ২০২৫ ২১:১৫:১০
শ্রীমঙ্গলে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি //


মেীলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শ্রীমঙ্গল ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।

ইসলামিক ফাউণ্ডেশন শ্রীমঙ্গলের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে ও ইসলামিক ফাউণ্ডেশন অফিস সহকারী মো. আব্দুর রব এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মাওলানা আতাউল্লাহ, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে উপজেলার ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম অংশগ্রহন করেন।

মতামত জানান।