• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই: তারেক

admin
প্রকাশিত ৩০ আগস্ট, শুক্রবার, ২০২৪ ০৪:০৪:১৯
বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই: তারেক

ফাইল ছবি।
মর্নিংসান অনলাইন //

 

বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার রংপুর বিভাগীয় জেলাগুলোর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন।

সভায় তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। জনগণকে সঙ্গে নিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নাই।